শেষ আপডেট: 30th September 2024 23:50
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। কলকাতার এক ব্যক্তির থেকে প্রায় ৫০ লক্ষ টাকা হাতানোর ছক করেছিল দুই ব্যক্তি। তাঁদের ভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মুম্বই পুলিশ সেজে ওই ব্যক্তির থেকে টানা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
এই ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তি পুরুষোত্তম ভাই এইচ আজুদিয়া এবং তুষার গিরধার ভাই ঘেটিয়া। দুজনেই গুজরাতের বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে, মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে কলকাতার বাসিন্দার থেকে প্রায় ৩ কোটি টাকা নেওয়ার চেষ্টা করেছিল তাঁরা। কিন্তু এত টাকা না পাওয়ায় শেষ পর্যন্ত ৫০ লক্ষ টাকা জামনগরের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নেয় দুজন। ওই অ্যাকাউন্টের সূত্র ধরেই সাইবার ক্রাইম পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।
যে অ্যাকাউন্টে কলকাতার ব্যক্তি টাকা পাঠিয়েছিলেন তার সঙ্গে যুক্ত মেল আইডি এবং আইপি অ্যাড্রেসের মাধ্যমে দুজনের সন্ধান পায় পুলিশ। জানা যায়, ওই অ্যাকাউন্টটি রয়েছে পুরুষোত্তমের নামে। এরপরই গুজরাত রওনা দিয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান সাইবার ক্রাইম থানার আধিকারিকরা। শেষমেশ তাঁদের পাকড়াও করতে তাঁরা সক্ষম হয়।
দুজনের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন এবং কিছু নথি উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, এরকমভাবে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতানোর ছক তারা আগেও করেছে।