শেষ আপডেট: 6th December 2024 07:52
দ্য ওয়াল ব্যুরো: ট্যাব কাণ্ডের তদন্তে আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার চোপড়া থেকে তাদের পাকড়াও করে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিটের সদস্যরা।
পুলিশ সূত্রের খবর, ধৃত মেহেবুব আলম একটি অনলাইন ক্যাফের মালিক। অপর ধৃত মহম্মদ ইয়াসমিন আলি পেশায় হাতুড়ে চিকিৎসক। তৃণমূলের স্থানীয় নেতাও ইয়াসমিন। স্বভাবতই, গোটা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
ট্যাব কাণ্ডের তদন্তে নেমে এর আগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে একাধিক জনকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। সেই সূত্রে শিলিগুড়ি, মালদহ থেকেও কয়েকজনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ফের চোপড়া থেকে আরও দু'জনকে পাকড়াও করলেন তদন্তকারীরা। ফলে ট্যাব কাণ্ডে ধৃতর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।
প্রসঙ্গত, পড়ুয়াদের সুবধার্থে ট্যাব বিলি করে রাজ্য সরকার। চলতি বছরে রাজ্য সরকারের ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগকে কেন্দ্রে করে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। এক জনের টাকা, অন্য জনের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ ওঠে। পড়ুয়াদের ‘ভুলে’ই গরমিল হয়েছে বলে প্রথমে দাবি করলেও পরে দেখা যায় এর নেপথ্যে রয়েছে দুষ্কৃতী চক্র। তারই তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করেছে কলকাতা পুলিশ।