শেষ আপডেট: 25th January 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: মালদহে তৃণমূল কর্মী হাসান শেখকে খুনের ঘটনায় গত ১৭ জানুয়ারি প্রধান অভিযুক্ত জাকির শেখকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার ধৃতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে হায়দরাবাদ থেকে আরও দু’জনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত আব্দুল আলিম এবং জাবিউল মোমিন হাসানকে খুনের পরই গা ঢাকা দিয়েছিল। পরে ট্রেনে করে হায়দরাবাদে পালিয়ে যায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে তেলঙ্গানা পুলিশের সহযোগিতায় হায়দরাবাদ থেকে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের রাজ্যে আনা হচ্ছে। এই নিয়ে মালদহের খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।
গত ১৪ জানুয়ারি কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন বকুল শেখ। সেখানেই কয়েকজন আততায়ী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বকুল শেখ। মৃত্যু হয় হাসান শেখ নামে এক তৃণমূল কর্মীর। এরপর গুলি ছুড়তে ছুড়তেই এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ওই ঘটনার ১২ দিন আগে আততায়ীদের গুলিতে মালদহে মৃত্যু হয়েছিল তৃণমূল নেতা বাবলা সরকারের। পর পর খুনের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। এমনকী এসব কাণ্ডের মধ্যে গত স্পতাহে উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশকে গুলি করে পালিয়ে যায় এক আসামী। ঘটনায় দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য গুলিবিদ্ধ হন।
এরপরই শিলিগুড়িতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।” তখনই মনে করা হয়েছিল, দুষ্কৃতী প্রশ্নে পুলিশ এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে। এরপরই প্রথমে ধরা পড়ে জাকির। এবার তার আরও দুই শাগরেদ পুলিশের জালে।