শেষ আপডেট: 8th January 2025 20:03
দ্য ওয়াল ব্যুরো: অনেকটা রসুনের খোসার মতো। তদন্তে নেমে যত এগোচ্ছেন ততই একের পর এক আস্তরণ সরিয়ে সামনে আসছে নতুন নতুন চক্রের হদিস।
জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলে থেকে পুলিশের এক প্রাক্তন সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জেরা করে মঙ্গলবার সিঙ্গুর থেকে দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার হাওড়ার টিকিয়াপাড়া থেকে গ্রেফতার করা হল আরও দুজনকে। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
এর আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই চক্রের কিংপিন মনোজ গুপ্ত। লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই সন্দেহ থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশ। শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা। তারপরই পুলিশের জালে ধরা পড়েন মনোজ।
ধৃতকে জেরা করেই অশোকনগর থেকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাক্তন এসআই আবদুল হাইকে। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন।
তদন্তে নেমে পুলিশের কর্তারা জানতে পারেন, চাকরির মেয়াদ শেষের এক বছর আগে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের সময়ে যে সমস্ত নথি যাচাই করতে হয় সেই নথি যাচাইয়ের সময়েই বেআইনিভাবে অনেককেই পাসপোর্ট পাইয়ে দিতেন তিনি। পাসপোর্ট পিছু ২৫ হাজার করে নিতেন বলেও অভিযোগ।
ধৃতকে জেরা করে এরপর একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ভুয়ো পাসপোর্ট চক্রের জাল রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে।