শেষ আপডেট: 6th January 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল নেতা খুনের চার দিনের মাথায় মালদহে ফের বিস্ফোরণ। কালিয়াচকে বোমা ফেটে জখম দুই শিশু। দু'জনেই মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে।
গত ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপ লাইন মোড়ে যখন ব্যক্তিগত গাড়ি থেকে নামেন, সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে।
গাড়ি থেকে নামামাত্রই কাউন্সিলর দৌড়ে তাঁর কারখানার উলটো দিকে একটি দোকানে দৌড়ে যান। বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতরে ঢুকে যায়। কাউন্সিলরকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের। এই ঘটনায় জেলা পুলিশ সুপারকে তীব্র ভর্ৎসনা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সেই আবহে এখন যখন মালদহ শিরোনামে, ঠিক ওই ঘটনার চারদিনের মাথায় মালদহে বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল। এখনও অধরা কাউন্সিলর খুনের মাস্টারমাইন্ড। তারই মধ্যে ফের রক্তাক্ত মালদহ। গুরুতর জখম দুই শিশু।