শেষ আপডেট: 26th September 2024 21:25
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পরীক্ষা দিতে এসে নৃশংস হামলার মুখে পড়লেন দুই বিহারী পরীক্ষার্থী। ভিডিও পোস্ট করে এমনই গুরুতর অভিযোগ এনেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান ও গিরিরাজ সিং।
গোটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দুই মন্ত্রীর প্রশ্ন, 'বিহার কি ভারতের বাইরে নাকি? বিহারের পরীক্ষার্থী কেন বাংলার পরীক্ষায় অংশ নিতে পারবে না?"
ভাইরাল ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। তবে ভিডিওর কথোপকথনের সূত্রে মনে করা হচ্ছে, ঘটনাটি শিলিগুড়ির।
দুই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) নিয়োগের জন্য শারীরিক পরীক্ষায় অংশ নিতে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন বিহারের ওই দুই পরীক্ষার্থী। সেখানেই রাতের অন্ধকারে ঘুম থেকে তুলে ওই দুই পরীক্ষার্থীকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। আক্রমণকারীরা নিজেদের পুলিশের লোক বলেও পরিচয় দেয়।
पश्चिम बंगाल में बिहारी छात्रों से बर्बरतापूर्ण मारपीट की खबर बेहद दुर्भाग्यपूर्ण और निंदनीय है। वहां की मुख्यमंत्री ने फिर एक बार बिहारियों का अपमान किया है, जिसे कतई बर्दाश्त नहीं किया जा सकता। मैं ममता बनर्जी जी से पूछना चाहता हूं कि क्या पश्चिम बंगाल में परीक्षा देना भी गुनाह… pic.twitter.com/r63phJkbcr
— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) September 26, 2024
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, দুজন পরীক্ষার্থীর ঘরে ঢুকে তাদের ঘুম থেকে তুলে কিছু লোক বাংলায় জিজ্ঞেস করে, তারা কোথা থেকে এসেছে। তাদের এও জিজ্ঞাসা করা হয়, তারা বাংলা বোঝে কি না এবং যখন তারা বলে যে তারা বিহারের, তখন তাদের সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হয়।
ওই দুজনের মধ্যে অঙ্কিত যাদব নামে একজন বলেন, যে তারা এসএসসিকর শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত হয়েছেন। তাঁরা বাংলায় কথা বলতে পারছে না, তাহলে বাংলায় পরীক্ষা দেবে কী করে? এই প্রশ্ন তুলে তাদের পরিচয় পত্র দেখতে চাওয়া হয়। মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকী দ্বিতীয়বার যেন বাংলায় পরীক্ষা দিতে না আসে বলেও সতর্ক করা হয়।
ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইন্ডিয়ার সহযোগী দল আরজেডি এবং কংগ্রেসকেও নিশানা করেছেন। টুইটে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলেছেন, " পশ্চিমবঙ্গে পরীক্ষা দেওয়া কি অপরাধ? বিহারের বিরোধী দলের নেতারা কি এখনও চুপ থাকবেন?"
এ ব্যাপারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অপর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও ভিডিও পোস্ট করে আরজি করের প্রসঙ্গ টেনে অভিযোগ করেছেন, "বাংলার রোহিঙ্গা মুসলমানদের জন্য লাল গালিচা এবং বিহারের ছাত্রদের জন্য মারধর? মমতা সরকার কি শুধুমাত্র ধর্ষকদের বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে?"
এ ব্যাপারে শাসকদলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল তৈরি হয়েছে। সূত্রের দাবি, ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে একজনকে আটকও করেছে।