শেষ আপডেট: 12th June 2023 11:52
দ্য ওয়াল ব্যুরো: জোড়া গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে। দুই গ্রহাণুরই (Asteroid) আয়তন ১ কিলোমিটারের কাছাকাছি। প্রচণ্ড তাদের গতি। নাসা (NASA) জানিয়েছে, এতদিন তারা সূর্যের চারদিকে পাক খাচ্ছিল। এক ঘোরা থামিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে। প্রতি সেকেন্ডে তাদের বেগ বাড়ছে। দূরত্ব কমছে পৃথিবী থেকে।
দুই গ্রহাণুর (Asteroid) নাম বিজ্ঞানীরা দিয়েছেন 488453 (1994 XD) এবং 2020 DB5। প্রথমটির গতিবেগ ঘণ্টায় ৭৭ হাজার কিলোমিটারের বেশি। দ্বিতীয়টির ৩৪ হাজার কিলোমিটারের বেশি। আগামী ১৫ জুন পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে দুই গ্রহাণু। বিজ্ঞানীরা হিসেব কষে জানিয়েছেন, দুই গ্রহাণুই পৃথিবী থেকে প্রায় ৩৪ হাজার কিলোমিটার দূরত্বে থাকবে।
মহাকাশে গ্রহাণুদের গতিবিধির উপর নজর রাখতে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন টেলিস্কোপ এবং অন্যান্য যন্ত্রপাতি বসিয়ে রেখেছে নাসা। আমেরিকার হাওয়াই দ্বীপে আছে টেলিস্কোপ প্যানস্- স্টারআরএস১। আমেরিকার আরিজ়োনা প্রদেশের ক্যাটালিনা স্কাই সার্ভে থেকেও গ্রহাণুর উপর নজর রাখা হয়। শুধু গ্রহাণু নয়, যে কোনও মহাজাগতিক বস্তুর গতিবিধিই নিয়মিত পর্যবেক্ষণ করেন নাসার বিজ্ঞানীরা।
পৃথিবীর চারপাশে গ্রহাণুর গতিবিধি নতুন নয়। হামেশাই শোনা যায়, ছোট বড় নানা আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে। তবে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসার সম্ভাবনা তাতে থাকে না বললেই চলে। তবু নাসা গ্রহাণুর দিকে নজর রাখে। তাদের আনুমানিক গতিবিধি সম্পর্কে আগে থেকে সতর্ক করা হয়।
গ্রহাণু হল মহাশূন্যে বিচরণকারী পাথরখণ্ড, যা সূর্যকে প্রদক্ষিণ করে। তবে কখনও কখনও গ্রহগুলির টানে গ্রহাণু নিজের গতিপথ পরিবর্তন করে থাকে। এমনকি গ্রহের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনাও তৈরি হয় কখনও কখনও। গ্রহাণুরা প্রায়ই আসে, পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যায়। কিছুদিন আগেই একটা বড় ট্রাকের মতো আকারের গ্রহাণু আচমকা অন্ধকার থেকে উদয় হয়ে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে এসেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, যে গ্রহাণুটি পৃথিবীর একদম কাছে চলে এসেছে তার নাম asteroid (199145) 2005 YY128। গ্রহাণুটির ব্যাস ৫৮০ থেকে ১৩০০ মিটারের মধ্যে। গড় ব্যাস প্রায় সাড়ে ন'শো মিটার, আয়তনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকে বড়।
মঙ্গলে মমতা যাবেন আদ্যাপীঠে, বিধায়ক মদন শুনলেন দ্য ওয়াল-এর কাছে