শেষ আপডেট: 31st January 2023 08:03
দ্য ওয়াল ব্যুরো: ১০ টাকার হোক বা হাজার টাকার, কেনাকাটার জন্য মানুষ এখন অনলাইনে লেনদেন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু কেনাকাটা কেন, যেকোনও বিল দেওয়া থেকে শুরু করে টিকিট কাটা সবই হচ্ছে অনলাইন মাধ্যমে। মানুষের মধ্যে অনলাইনে লেনদেনের উৎসাহ দেখে ভাবনা চিন্তা শুরু করেছিলেন ইলন মাস্ক (Elon Mask)। সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার টুইটারের আসতে চলেছে (Twitter New Feature) আর্থিক লেনদেনের সুবিধা!
রিপোর্ট অনুযায়ী, টুইটার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পেমেন্ট অপশন (Payment Option) চালু করার বিষয়ে কাজ করা শুরু করেছে। সোমবারই টুইটারের তরফে এই সংক্রান্ত লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন জানানো হয়েছে বলে খবর।
গত অক্টোবরে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা দিয়ে টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক। তারপর থেকেই আর্থিক সংকট দেখা দিয়েছে টুইটারে। কমেছে বিজ্ঞাপন থেকে আয়ও। তাই ব্যবহারকারীদের কাছে টুইটারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ফিচার নিয়ে কাজ শুরু করে টুইটার।
সেই ফিচারের তালিকায় এবার যুক্ত হতে চলেছে পেমেন্ট অপশন। সূত্রের খবর, টুইটারের প্রোডাক্ট ম্যানেজার এসথার ক্রফোর্ডের নেতৃত্বে একটি দল এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে।
মাস্ক টুইটার অধিগ্রহণের পরই ঘোষণা করেছিলেন, এবার থেকে এই মাইক্রো ব্লগিং সাইটটিতে যাতে সবকিছু সুবিধা পাওয়া যায় সেই দিকে জোর দেওয়া হবে। সেইজন্য একটি মাস্টার প্ল্যান বানানো হয়েছে।
মাস্টার প্ল্যানের আওতায় ছিল টুইটারে পেমেন্ট করার সুবিধাটিও। এর আগে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি চালু করেছে। সেই পথে হেঁটেই এবার টুইটারও এই পরিষেবা চালু করতে চলেছে।
মাঝআকাশে ফের অসভ্যতা! মত্ত মহিলা থুতু দিলেন কর্মীদের, অর্ধনগ্ন তাণ্ডবে তোলপাড় বিমান