শেষ আপডেট: 31st August 2023 10:15
দ্য ওয়াল ব্যুরো: গত বছর অক্টোবর মাসে টুইটার অধিগ্রহণ করার পরই এই মাইক্রো ব্লগিং সাইটে একাধিক বদল করেছেন ইলন মাস্ক (Elon Musk)। এমনকী টুইটারের নাম ও লোগোও পাল্টে ফেলেছেন তিনি। এখন টুইটার নয়, মাইক্রো ব্লগিং সাইটটি পরিচিত হচ্ছে এক্স নামে। এবার নতুন এক ফিচার যোগ হতে চলেছে এক্স হ্যান্ডেলে। সোশ্যাল মিডিয়ার এই সাইটে যুক্ত হতে চলেছে কলিং ফিচার (Calling Feature)। আর তার জন্য লাগবে না কোনও ফোন নম্বর!
এক্স কর্তা মাস্ক জানিয়েছেন, সব এক্স ব্যবহারকারীরা ভিডিও ও অডিও কল ফিচার পাবেন। আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক ও পিসি-র ক্ষেত্রে এই ফিচার ব্যবহার নিয়ে কাজ চলছে। এই পরিষেবায় ফোন নম্বরের কোনও প্রয়োজন নেই।
জানা গিয়েছে, ফেসবুক ও ইন্সটাগ্রামে যেমন ভিডিয়ো চ্যাটের পরিষেবা রয়েছে, ঠিক একইভাবে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মেও কলিং ফিচার আনা হবে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি নতুন ফিচারের সংযোজন হয়েছে। এখন টুইটারে ডিরেক্ট মেসেজে অডিও মেসেজ পাঠানো যায়।
চলতি বছরের মে মাসে মাস্ক প্রথম এই ফিচারের কথা বলেছিলেন। তিনি তখন ঘোষণা করেছিলেন, 'টুইটার প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিয়ো চ্যাটের পরিষেবা আনা হচ্ছে। এবার থেকে এই প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিয়ো চ্যাট করা যাবে। পৃথিবীর যেকোনও প্রান্তের মানুষের সঙ্গেই আপনারা নিজের ফোন নম্বর শেয়ার না করেই কথা বলতে পারবেন।'
চলতি মাসের শুরুতেই এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন এক্স প্ল্যাটফর্মের ডিজাইনার আন্দ্রে কনওয়ে। এবার সেটাই সত্যিই হতে চলেছে। তবে ঠিক কবে থেকে এই ফিচার যুক্ত হবে এক্স হ্যান্ডেলের সঙ্গে তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: জি ২০-তে সম্ভবত আসছেন না শি জিনপিং, সম্মেলনের ভার কমে যাবে অনেকটাই, থাকবেন না পুতিনও