শেষ আপডেট: 17th February 2023 14:33
দ্য ওয়াল ব্যুরো: বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়েছিল আগেই। এবার শেষমেশ ভারতের দিল্লি এবং মুম্বইয়ের দুটি অফিস পাকাপাকিভাবে বন্ধ করে দিল টুইটার (Twitter shuts Delhi and Mumbai offices)। সূত্রের খবর, এই ঘটনার পর টুইটারের ভারতীয় দলে মাত্র ৩ জন কর্মী পড়ে রইলেন, যাঁদের সংস্থার তরফে ইতিমধ্যেই বাড়ি থেকেই কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ভারতীয় দলে (twitter India) এখনও যে তিনজন রয়ে গেছেন, তাঁদের মধ্যে একজন হলেন সোশ্যাল মিডিয়া জায়ান্টটির ভারতীয় দলের প্রধান। বাকি দুজন যথাক্রমে দেশের উত্তর ও পূর্ব, এবং দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে সংস্থার দেখভালের দায়িত্বে রয়েছেন। এঁদের ৩ জনকেই ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে।
ভারতে টুইটারের (twitter) তিনটি অফিস ছিল। দিল্লি এবং মুম্বইয়ের অফিস বন্ধ করে দেওয়ার পড়ে রয়েছে শুধুই বেঙ্গালুরুর অফিসটি। তবে বেঙ্গালুরুর অফিসটিতে যাঁরা কাজ করেন, তাঁরা সরাসরি সংস্থার মার্কিন দফতরের অধীনে কাজ করেন, ফলে তাঁরা টুইটারের ভারতীয় দলের সদস্য নন।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন টেসলা এবং স্পেস-এক্সের মালিক ইলন মাস্ক। বিশ্বব্যাপী আর্থিক মন্দা এবং বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার দোহাই দিয়ে তারপর থেকেই গণছাঁটাই অভিযানে নেমেছিলেন সিইও মাস্ক। সোশ্যাল মিডিয়া জায়ান্টটির ভারতীয় দলে ২০০-এরও বেশি কর্মী কাজ করতেন। তাঁদের মধ্যে ৯০ শতাংশই কাজ হারিয়েছিলেন গত বছর। শুধু ভারতীয় দলের কর্মীরাই নয়, বিশ্বজুড়ে সংস্থাটির ৭ হাজার ৫০০ জন কর্মীর অর্ধেককেই বাদ দিয়ে দেওয়া হয় কাজ থেকে। তার কয়েক মাসের মধ্যেই এদেশে টুইটারের তিনটির মধ্যে দুটি অফিসই বন্ধ করে দেওয়া হল।
জাতিগত পরিচয় নিয়ে গালিগালাজ, পরিযায়ী শ্রমিকদের মারধর তামিলনাড়ুর যাত্রীর, দায়ের মামলা