শেষ আপডেট: 9th February 2023 09:23
দ্য ওয়াল ব্যুরো: টুইটার অধিগ্রহণের পর ইলন মাস্ক যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম আলোচিত বিষয় ছিল টুইটারে ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম হয়নি। গাঁটের পয়সা খরচ করেই ব্যবহারকারীরা পাবেন এই প্রিমিয়াম সুবিধা। এবার ভারতে (India) চালু হল এই পরিষেবা। বিশ্বের বাছাই করা কয়েকটি দেশে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে। সেই তালিকায় যোগ হল ভারতের নাম।
এখন প্রশ্ন হল, টুইটারে ব্লু সাবস্ক্রিপশন পেতে কত টাকা দিতে হবে ভারতীয় গ্রাহকদের? টুইটার সূত্রে খবর, ভারতীয় গ্রাহকদের ব্লু সাবস্ক্রিপশন পেতে মাসে ৯০০ টাকা গুনতে হবে। এই প্রিমিয়াম সুবিধা, আপনার টুইটার অ্যাকাউন্টকে 'অথেনটিক' তকমা দেবে। ফলে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে অন্যদের বিশ্বাসযোগ্যতা বাড়বে।
আরও জানা গেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারী উভয়ই এই সুবিধা টাকা দিয়ে কিনতে পারবেন। এমনকী ওয়েব ভার্সন যাঁরা ব্যবহার করেন তাঁরাও এই সুবিধা পাবেন। তবে ওয়েব ভার্সনের জন্য টাকার অঙ্ক এক নয়। এই ক্ষেত্রে ব্যবহারকারীদের দিতে হবে মাসে ৬৫০ টাকা। শুধু মাসিক নয়, টুইটার গ্রাহকদের জন্য বার্ষিক প্ল্যানও রয়েছে।
ব্লু সাবস্ক্রিপশন গ্রাহকরা কী কী সুবিধা পাবেন? এরফলে গ্রাহকরা নিজেদের পেজে ব্লু টিক পাবেন। গ্রাহকরা লম্বা পোস্ট করতে পারবেন, পাশাপাশি নতুন ফিচার অন্যান্যদের থেকে আগে অ্যাকসেস করার সুবিধা ভোগ করবেন। এছাড়াও পোস্ট করার পর আধঘণ্টার মধ্যে সেটি ৫ বার পর্যন্ত এডিট করতে পারবেন গ্রাহকরা।
চাকরি গেল ডিজনির ৭ হাজার কর্মীর! ঢালাও গণছাঁটাই সফটওয়্যার থেকে বিনোদন জগতেও