শেষ আপডেট: 29th April 2023 13:25
দ্য ওয়াল ব্যুরো: টুইটারে ব্লু টিক নিয়ে চাপান উতোর চলছিলই এপ্রিলের গোড়ার দিক থেকে। এবার টুইটার এশিয়ার দুই অন্যতম নামী খবরের সংস্থার টুইটার অ্যাকাউন্ট (twitter blocks ANI and News 18) ব্লক করল বয়সের অজুহাতে। এই ঘটনায় তাজ্জব নিউজ ১৮ এবং এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের সংস্থা প্রধানরা।
শনিবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের টুইটার অ্যাকাউন্ট খুললে দেখা যায় সেই অ্যাকাউন্টটি উড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার প্রধান টুইটারকে এই বিষয়টির স্ক্রিনশট তুলে মেল করেন। তবে, টুইটার থেকে জবাব আসে যে ন্যুনতম ১৩ বছর বয়সের সীমা পেরোতে পারেনি এই টুইটার হ্যান্ডল। ফলে, আপাতত ব্লক করা হয়েছে এই অ্যাকাউন্টকে, পরে পাকাপাকি ভাবে উড়িয়ে দেওয়া হবে।
এরপরেই টুইটারে নিজের প্রোফাইল থেকে এএনআই সংবাদ সংস্থার প্রধান স্মিতা প্রকাশ জানান যে, ৭.৬ মিলিয়ন ফলোয়ার যুক্ত এএনআই এর টুইটার অ্যাকাউন্টটি উড়িয়ে দেওয়া হয়েছে। আগেই এই সংবাদ সংস্থার টুইটার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে গোল্ড টিক। এরপর ব্লু টিকে কাজ চালাতে হচ্ছিল অ্যাকাউন্টটিকে। এবার পাকাপাকি ভাবে টুইটার থেকেই উড়ে গেল অন্যতম গুরুত্বপূর্ণ এই টুইটার অ্যাকাউন্টটি।
এএনআই এর পাশাপাশি ব্লক করে দেওয়া হয়েছে আরও এক সংবাদ সংস্থা এনডিটিভির টুইটার অ্যাকাউন্টও। যদিও এই প্রসঙ্গে এখনও সোশ্যাল মিডিয়ায় কোনরকম বক্তব্য রাখেননি এই সংস্থার প্রধানরা।
প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক রদবদল ঘটে এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে। টাকার বিনিময়ে ব্লু টিক পাওয়া থেকে শুরু করে কর্মী ছাঁটাই, একাধিক কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে টুইটার এবং তাঁর নয়া মালিক ইলন মাস্ক। সেই কারণেই কি বয়সের অজুহাতে সংবাদ সংস্থাগুলির টুইটার অ্যাকাউন্ট এই ভাবে বন্ধ করে দিতে চাইছেন ধনকুবের। প্রশ্ন উঠে গেল সব মহলেই।
ব্লু ব্যাজ হারাচ্ছেন তারকারা, পছন্দের সেলিব্রেটিদের জন্য এবার নিজেই টাকা খরচ করছেন ইলন!