জুন মালিয়া (তৃণমূল প্রার্থী) ও অগ্নিমিত্রা পাল (বিজেপি প্রার্থী) - ছবিঃ দ্য ওয়াল ফাইল।
শেষ আপডেট: 2nd May 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বন্ধুত্ব, তা প্রায় নয় নয় করে ২০ বছরের। অনেক রোদ-বৃষ্টি সেই সম্পর্কের সাক্ষী। এবার লড়াইয়ের ময়দানে সেই বন্ধুত্বের অগ্নিপরীক্ষা। তবে ব্যক্তিগত বৃত্তে ঘনিষ্ঠতা যতই থাক, দুজনেই যুদ্ধে নেমে বললেন 'বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী'।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই তৃণমূলের প্রার্থী জুন মালিয়া আর বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের। দুজনেই সেলিব্রিটি। তাই প্রথম থেকেই নজরে এই কেন্দ্র। জুনের কাছে জানা গেল, অগ্নিমিত্রার সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্ক তাঁর। খুবই ভাল বন্ধু তাঁরা। এবার প্রথম একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সামিল হলেন। বললেন, "মেদিনীপুরে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করব। তবে কেউ কাউকে কোনও কু-কথা বলব না। ব্যক্তিগত আক্রমণও একেবারেই নয়। যা হবে পুরোটাই রাজনীতির লড়াই।"
আর অগ্নিমিত্রা বললেন, "জুনের সঙ্গে তো আমার লড়াই নেই। আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শের বিরুদ্ধে। ওঁর দলের প্রার্থী হয়েছেন জুন। যে কেউ হতে পারতেন। তাই এখানে বন্ধুর বিরুদ্ধে আমার লড়াই নয়। তৃণমূলকে হারাতে চাই আমি।"
সে যাই হোক, রাজনীতির এই লড়াই ব্যক্তিগত সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে! সেই প্রশ্নের জবাবে জুনের উত্তর, "কোনও প্রভাবই ফেলবে না। আমরা দুটো মানুষ যা ছিলাম তাই থাকব। রাজনীতির আলাদা দুটো প্ল্যাটফর্ম থেকে লড়াই করছি আমরা। এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তো কোনও তুলনা আসে না। জ্যোতি বসুর সঙ্গে তো দারুণ বন্ধুত্ব ছিল সিদ্ধার্থশঙ্কর রায়ের। রাজনৈতিক ভাবনায় দুজনে ছিলেন সম্পূর্ণ আলাদা মেরুর মানুষ। সেটা আমরাই বা রাখতে পারব না কেন!" আর অগ্নিমিত্রা বলছেন, "বন্ধু বন্ধুই। এসব নিয়ে ভাবছিই না।"
দিন যত গড়াচ্ছে ততই বাংলায় দাবদাহ বাড়ছে। ভোটের গোটা মরশুমেই পুড়বে বাংলা। তাই শরীরের দিকে নজর রেখেই লড়াইয়ের প্রস্তুতি জারি রাখতে একে অপরকে পরামর্শ দিলেন।