শেষ আপডেট: 7th January 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল কলকাতায় ভূমিকম্প। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল অনেকটাই। মঙ্গলবার ৬টা ৩৫ নাগাদ নড়ে ওঠে মাটি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎসস্থল নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে ভূমিকম্প টের পাওয়া গেছে চিন, ভুটানেও। চিনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮।
7.0 magnitude #earthquake. 90 km from Lobujya, ER, #Nepal https://t.co/FJqKPJ8Jfz
— Earthquake Alerts (@QuakesToday) January 7, 2025
নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি-এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকাও কেঁপে ওঠে। বাদ যায়নি উত্তর ভারতের বিভিন্ন এলাকাও।
বাংলার বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বছরের শুরুতেই ভূমিকম্পের আতঙ্কে ঘুম ভাঙল কলকাতার। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি।