শেষ আপডেট: 9th January 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বেচে দিতে চাইছে রাজ্য। এই অভিযোগে বৃহস্পতিবার রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বিজেপি।
মিছিল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তাই এখন সরকারি সব সম্পত্তিকে বেসরকারি সংস্থার হাতে বেচে দিতে চাইছে রাজ্য।"
সূত্রের খবর, রাস্তার যে পাশে মূল আলিপুর চিড়িয়াখানার চৌহদ্দি রয়েছে, তার অপর দিকে রয়েছে চিড়িয়াখানার একটি অ্যকোয়ারিয়াম, একটি অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি ও স্টাফ কোয়ার্টার। অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারের হতশ্রী অবস্থা। ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য।
শুভেন্দুর অভিযোগ, ৫০ কাঠা জমি ১ হাজার কোটিতে বিক্রির চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা।
কেন এই জমি নিলাম করে বাণিজ্যিক ব্যবহারে অনুমতি দেওয়া হল? সরকারি সূত্রে বলা হচ্ছে, শহরের মধ্যে যেখানে চিড়িয়াখানা রয়েছে সেখানে জমির দাম সোনার দামের বেশি। তাই চিড়িয়াখানাকে অনেক আগেই কলকাতার বাইরে স্থানান্তরিত করার কথা উঠেছিল। তা ছাড়া শহরের উপর চাপ বাড়ছে, তাই আরও অধুনিক পরিকাঠামোর প্রয়োজন।
যদিও বিরোধী দলনেতার বক্তব্য, "আর্থিকভাবে বাংলা দেউলিয়া হয়ে গিয়েছে, সে কারণেই এবার সরকারি সম্পত্তিতে হাত বসাচ্ছে রাজ্য"।