শেষ আপডেট: 12th April 2025 10:24
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে সন্তানসম্ভাবা স্ত্রী। অসুস্থ মা। 'অফিস যাচ্ছি' বলে বাড়ি থেকে বেরিয়ে এলাকার ব্যাঙ্কে পৌঁছে খেলনা বন্দুক নিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারে ওই কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ।
ধৃত ডালিম বোসকে শনিবার আদালতে পেশ করবে পুলিশ। তবে কী কারণে ওই যুবক খেলনা বন্দুক নিয়ে এভাবে সন্তোষপুরের ব্যাঙ্কে ঢুকে পড়েছিলেন, তা বোধগম্য হচ্ছে না ব্যাঙ্কের কর্মী থেকে সাধারণ গ্রাহকদের। তদন্তকারীরাও বিষয়টি নিয়ে ধোঁয়াশায়।
ধৃত যুবকের মায়ের দাবি., নানা কারণে ছেলে ঋণে জর্জরিত। সম্ভবত তা থেকেই ওর মধ্যে মানসিক সমস্যা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশও জানিয়েছে, ওই যুবক মাঝেমধ্যে অসংলগ্ন কথাবার্তা বলছেন। তবে সেটা মানসিক সমস্যার কারণে নাকি তদন্তকে বিভ্রান্ত করতে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে স্টেট ব্যাঙ্কের শাখায়। অভিযোগ, দুপুরে গ্রাহকে ঠাসা ব্যাঙ্ক। আচমকা বন্দুক নিয়ে হাজির হন ওই যুবক। আচমকা ব্যাঙ্কের এক কর্মীরকে পিছন থেকে জাপটে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ম্যানেজারের ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছন থেকে অন্য ব্যাঙ্ক কর্মী যুবককে ধরে ফেলেন। এরপরই দেখা যায়, যুবকের সঙ্গে থাকা বন্দুকটি খেলনা।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাঙ্ক চত্বরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় গ্রাহকদের মধ্যে। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। পরিবার সূত্রের খবর, ধঋত ডালিম ডাক বিভাগের দমদম অফিসের কর্মী। বাড়িতে অন্তসত্ত্বা স্ত্রী ও অসুস্থ মা রয়েছেন। পরিবারের দাবি, দেনার দায়েই মানসিক ভারসাম্য হারিয়ে এমন কাণ্ডকারখানা ঘটিয়েছে সে।