শেষ আপডেট: 13th November 2023 16:05
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীর জমা দেওয়া তথ্য নিয়ে এবার সংশয় তৈরি হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্দরে।
দুর্নীতির তদন্তে নেমে ইডি জানতে পারে, চালকল মালিক বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয়। এমনকী কোনও সুদ ছাড়াই মন্ত্রীকে ওই টাকা দিয়েছিলেন বাকিবুর। সূত্রের খবর, জমা দেওয়া এই ঋণের আয়কর জমা দেওয়া নিয়েই তদন্তকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন জ্যোতিপ্রিয়।
বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আয়কর দফতরের সঙ্গে যোগাযোগ করছেন ইডির তদন্তকারীরা। কারণ, বছরের মোট আয়ের টাকার ওপরই আয়কর দিতে হয়। ঋণ নেওয়া টাকার ক্ষেত্রে আয়কর জমা দেওয়া যায় না। অথচ বাকিবুরের কাছ থেকে নেওয়া ঋণের টাকার ওপরেও জ্যোতিপ্রিয় নাকি আয়কর জমা দিয়েছেন, তদন্তকারীদের জমা দেওয়া তথ্যে এমনটাই জানিয়েছেন মন্ত্রী।
তদন্ত প্রক্রিয়া বিভ্রান্ত করার জন্যই মন্ত্রী এমন কর্মকাণ্ড করেছেন কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে এ বিষয়ে অর্থনীতি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইডি কর্তারা। তাঁরাও জানিয়েছেন, ইডির ভাবনা ভুল নয়। এবার এই বিষয়ে নিশ্চিত হতে আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ করতে চলেছেন তদন্তকারীরা।
রেশন দুর্নীতির তদন্তে নেমে গত ১৩ অক্টোবর চালকল মালিক বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। সেই সময় জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, “কে বাকিবুর? ওই নামে কাউকে চিনি না!” যদিও গ্রেফতারের পর ধীরে ধীরে বাকিবুরকে ‘চিনতে’ পারছেন মন্ত্রী, দাবি তদন্তকারী সংস্থার। বাকিবুর-জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠতা নিয়েই ইতিমধ্যে আদালতে একাধিক নথি পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।