ফাইল ছবি।
শেষ আপডেট: 17th October 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: মিথ্যে মামলা দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টার বড় অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা।
বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, একদিকে পুলিশ দিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে অন্যদিকে রাজ্য সরকার মুখে সহানুভূতির কথা বলে পুরো বিষয়টাকে আইওয়াশ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্রতর করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।
এ ব্যাপারে পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবারই সন্ধ্যায় সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তারপরই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ জানাবেন তাঁরা।
৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সেই অনশন এখনও চলছে। মানুষ উৎসবে ফিরে যাওয়ায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে নানা মহল থেকে নানাবিধ প্রশ্ন তোলা হচ্ছিল। তবে সপ্তমী থেকেই ছবিটা বদলাতে শুরু করে। নবমীর রাতে ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চের কাছে দেখা গিয়েছিল শুধুই কালো মাথার ভিড়।
মানুষের এই স্বতস্ফূর্ত সমর্থনে আপ্লুত হয়ে আমরণ অনশনের পাশাপাশি বৃহস্পতিবার থেকে ‘গণস্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচিতে নামেন জুনিয়র ডাক্তাররা। বুধবার ক্যালকাটা মেডিক্যাল কলেজে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। মাঝ রাতের সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ, যে গাড়িগুলিতে করে ‘গণস্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচি পালন করা হচ্ছিল, সেই গাড়িগুলির নামে মিথ্যে মামলা দিয়েছে পুলিশ। সন্ধেয় এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন ভাঙার চেষ্টার অভিযোগ এনে, লড়াই আরও তীব্রতর করার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।