শেষ আপডেট: 2nd January 2024 15:00
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের নতুন ‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদে দেশজুড়ে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক চালকরা। যার জেরে সারা দেশে জ্বালানি সঙ্কটের আশঙ্কা বাড়ছে। কারণ, পেট্রল পাম্পে ট্যাঙ্কারে করে তেল যারা আনেন, সেই ট্যাঙ্কার চালকরাও শামিল হয়েছেন এই ধর্মঘটে।
প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তার মধ্যে সরকার পদক্ষেপ না করলে ধর্মঘট লাগাতার করা হতে পারে। সেক্ষেত্রে শুধু পেট্রল বা ডিজেল নয়, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়তে পারে।
আগে ‘হিট অ্যান্ড রান’ আইনে ২ বছরের সাজা হত। নয়া আইনে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অঙ্ক বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাকচালকরা মঙ্গলবার থেকে টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন।
আন্দোলনে শামিল হয়েছেন পাম্পে জ্বালানি সরবরাহকারী হাজার হাজার ট্যাঙ্কার চালকরাও। এমনকী আন্দোলনকারীদের ধর্মঘটে যোগ দিয়েছেন একাংশ বাসচালকরাও। বিক্ষিপ্তভাবে অটো চালকরাও যোগ দিয়েছেন এই আন্দোলনে।
আন্দোলনকারীদের বক্তব্য, বহু ক্ষেত্রে চালকদের দোষ থাকে না। তা সত্ত্বেও এমন নয়া আইন তাদের শাস্তির মুখে ফেলবে। তাই এই প্রতিবাদ আন্দোলন।
সারা দেশের সঙ্গে এদিন রাজ্যের একাধিক জায়গাতেও অবরোধে নেমেছেন ট্রাক চালকরা। পশ্চিমবঙ্গের ধূলাগড়, ডানকুনি, কুমারডুবি, চিরকুন্ডা, মাইথন সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছেন ট্রাকচালক ও বিভিন্ন পরিবহণ সংগঠনগুলি। বন্দর এলাকার রামনগর মোড়-সহ কলকাতার কয়েকটি রাস্তাতেও অবরোধ করেছেন বিক্ষুব্ধ ট্রাকচালকরা।
সবমিলিয়ে বছরের দ্বিতীয় দিনে পথে নেমে দুর্ভোগের মুখে আমজনতা। এদিকে তেল যদি ফুরিয়ে যায়! এই আশঙ্কায় এদিন বেলা যত গড়াচ্ছে পেট্রল পাম্পগুলিতে ততই ভিড় বাড়ছে বাইক চালক এবং চার চাকার চালকদের।