শেষ আপডেট: 1st March 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ভূতুড়ে ভোটার (Ghost Voters) প্রসঙ্গে কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট করেছেন, ভোটার লিস্ট (Voter List) 'ক্লিন' করতে হবে। এজন্য দলের কর্মীদের সময় সীমাও বেঁধে দিয়েছেন মমতা। কাজে গাফিলতি হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই কলকাতা থেকে জেলা, শনিবার সকাল থেকে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখতে দেখা গেল।
শুক্রবারই ফিরহাদ জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেই ভোটার তালিকার স্ক্রুটিনি শুরু হবে। সেই মতো এদিন সংশ্লিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখছেন ফিরহাদের নেতৃত্বে দলের কর্মীরা। মূলত ভোটার লিস্টে মৃত কারও নাম রয়েছে কিনা, বা কেউ দীর্ঘদিন এলাকায় নেই বা অন্যত্র স্থানান্তর হয়ে গিয়েছেন কিনা সেগুলি খতিয়ে দেখছেন।
বৃহস্পতিবার নেতাজি ইনডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনের আশীর্বাদে অনলাইনে ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার ভোটার লিস্টে হরিয়ানা, মহারাষ্ট্রের ভূতুড়ে ভোটারদের ভরা হচ্ছে। এর পরই ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। তারপরই কলকাতা থেকে জেলা, পুরোদ্যমে তৃণমূল কর্মীদের সেই কাজ করতে দেখা গেল।
যদিও বিজেপির অভিযোগ, ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ঢোকানোর জন্য এই তৎপরপতা শুরু করেছে শাসকদল। ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির পর এদিন নির্বাচন কমিশনের তরফে সোশ্যাল মাধ্যমে জনগণের উদ্দেশে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজন সংক্রান্ত কোনও বিষয় থাকলে সরাসরি তাঁদের সঙ্গে যেন যোগাযোগ করা হয়।
জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। এ পর্যন্ত রাজ্যে এক লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। কমিশনের দাবি, মৃত্যুজনিত কারণ ছাড়াও যে ভোটাররা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন অথবা দুটো ভোটার কার্ড রয়েছে, এমনদেরই নাম বাদ দেওয়া হয়েছে।