শেষ আপডেট: 17th October 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসেই বিরাট পরীক্ষার সামনে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ পশ্চিমবঙ্গের ৬টি আসনে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। মঙ্গলবারই তার নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও ভোট হতে চলেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন তৃণমূল হবে 'ক্লিন উইনার'। আর সেই কথাই অক্ষরে অক্ষরে মিলিয়ে দিতে পুজোর আবহেই ঘাম ঝরাতে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের কর্মীরা।
সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি, রাজ্যের এই ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এর মধ্যে অন্যতম বাঁকুড়ার তালড্যাংরা। আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী।
এবার তিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। যে কারণে আসন ফাঁকা। এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি তৃণমূল। ততক্ষণ অপেক্ষা কোর্টে নারাজ নেতৃত্ব। তাই ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে সেখানে।
রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়কে সঙ্গে নিয়ে তালড্যাংরা বাজারে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েন। তাদের সঙ্গে ছিলেন দলের অন্যান্য কর্মীরা। তাঁরা জানান, যেহেতু এখনও প্রার্থী ঘোষণা হয়নি তাই প্রার্থীর নামের জায়গাটি ফাঁকা রেখে দেওয়াল লিখন করা হচ্ছে। মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে।
আরজি কর কাণ্ডের পর বিজেপি এবং বাম দুই শিবিরই বেশ অক্সিজেন পেয়েছে বলে অনেকে মনে করছেন। ফলে শুধু তৃণমূল কংগ্রেস নয়, আসন বিধানসভার উপ নির্বাচন বিজেপি ও বামেদের কাছেও একটা বড় পরীক্ষা। তাই এই ভোটে মূল দেখার বিষয় শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমে কিনা বা গ্রামের ভোটেরই গতি প্রকৃতি কী থাকে।
পর্যবেক্ষকদের মতে, প্রায় ১৪ বছর সরকারে থাকার পর এই প্রথম কঠিন প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি সরকার। এখন এটাই দেখার আরজি কর কাণ্ডের প্রতিবাদ কোন ফ্যাক্টর হয় কিনা, নাকি সাত তাড়াতাড়ি তৃণমূলের ভোট ময়দানে নেমে যাওয়া সদর্থক ফল দেয়।