তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী
শেষ আপডেট: 27th October 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা উপনির্বাচনের বেশি দিন বাকি নেই। হাতে আর মাত্র সপ্তাহ দুই। তার আগেই বাঁকুড়ার তালডাংড়া বিধানসভা কেন্দ্রের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে 'জালি তৃণমূল' বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তৃণমূলকেই পাল্টা জালি বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থীও।
আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালডাংড়া বিধানসভায় উপনির্বাচন। মনোনয়ন পর্ব মিটতেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন নেতারা। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি-তৃণমূল। এই আবহেই শনিবার সন্ধ্যায় তালডাংরা বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ-র সমর্থনে ব্রজরাজপুরে কর্মী বৈঠকে যোগ দেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সেখানেই সরাসরি বিজেপি প্রার্থীকেই নিশানা করেন তিনি।
অরূপ চক্রবর্তী বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে 'জালি তৃণমূল' বলে কটাক্ষ করতেই তা নিয়ে শোরগোল পড়ে যায়। তাঁর দাবি, বিজেপি প্রার্থী অনন্যার রাজনৈতিক জন্ম হয়েছিল তৃণমূলে। তৃণমূলের প্রতীকে তিনি কাউন্সিলরও হন। এখনও তাঁর গায়ে তৃণমূলের গন্ধ লেগে রয়েছে। তাই মানুষকে আবেদন জানানো হচ্ছে নকল তৃণমূল প্রার্থীকে ভোট না দিয়ে আসল তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার।
সাংসদ অরুপ চক্রবর্তীর এই আক্রমণের পাল্টা তৃণমূলকে বিঁধেছেন বিজেপি প্রার্থী অনন্যা। তাঁর দাবি, তৃণমূলের গন্ধ নয় বরং 'নির্দলের' গন্ধ লেগে থাকতে পারে গায়ে। কটাক্ষ করে আরও বলেন, 'সাংসদ ঠিকই বলেছেন। তৃণমূল দলটাই আসলে জালি।'