শেষ আপডেট: 25th January 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল রাস্তার মধ্যেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল। মালদহের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালি শিরোনামে। ডোঙারিয়া মনসাতলা এলাকায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা।
জানা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল। শনিবার ১১টা নাগাদ আচমকাই ৩ বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতায় নিয়ে এসে ভর্তি করা হয়েছে সিএমআরআই হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহে দুলাল সরকার খুনের পর মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় এমন গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। যার নেপথ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন অনেকে। সে কথা মেনে নিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
'সেবাশ্রয়' শিবির থেকে তৃণমূল সাংসদ দাবি করেন, সরকার এবং প্রশাসন যে যার মতো ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, "বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, এ সব ভেবে তদন্ত হয় না বাংলায়। তদন্ত তদন্তের মতো করে হয়। সেখানে যে কারও যোজসাজশ থাকুক না কেন তা সামনে আসে।"
তাঁর কথায়, "রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের সর্বময় নেত্রীও। মালদহের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলেরই এক নেতা। বাম আমলে এমন একটিও উদাহরণ নেই। কিন্তু এ রাজ্যের বর্তমান সরকার দোষীদের আড়াল করে না। সে তিনি যে-ই হোন না কেন।"