শেষ আপডেট: 28th July 2024 09:23
দ্য ওয়াল ব্যুরো: মারধরের ভাইরাল ভিডিওর জেরে তৃণমূলের কালনা শহর সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
কালনার দেবনাথপাড়া এলাকায় একটি জায়গায় পাঁচিল দেওয়া নিয়ে ঝামেলার জেরে প্রতিবেশীদের মারধর করার অভিযোগ উঠেছিল কালনার তৃণমূল নেতা গোপালের বিরুদ্ধে। এক মহিলাকে ঠাটিয়ে চড় মারার ভিডিও ভাইরাল (দ্য ওয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি) হয়। তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে।
২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে দলের কর্মীদের আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "অর্থবান চাই না, বিবেকবান চাই"। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় জনতাকে হাতে আইন তুলে নিতেও দেখা গিয়েছিল। নবান্নের তরফে এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশকে জানান, কিন্তু হাতে আইন তুলে নেবেন না।
ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
এমন পরিস্থিতিতে মহিলাকে ঠাটিয়ে চড় মারার ভাইরাল ভিডিওর জেরে গোপালকে নিয়ে অস্বস্তিতে পড়েন তৃণমূলের স্থানীয় নেতারা। স্থানীয় রাজনৈতিক মহল থেকে প্রশ্ন তোলা হয়, শাসকদলের নেতা বলেই পুলিশ নিশ্চুপ। এরপরই শনিবার গভীর রাতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।
যদিও গ্রেফতারের আগে অভিযুক্ত তৃণমূল নেতা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, আক্রমণের মুখে পড়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করেছিলেন।