শেষ আপডেট: 12th July 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে সরকারি জমি জবরদখলের অভিযানে নেমেছে প্রশাসন। ইতিমধ্যে শিলিগুড়ির তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতারও করেছে পুলিশ। পরে গৌতম গোস্বামী নামে আরও এক তৃণমূল নেতাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি নির্মাণ।
এবার ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমির রেকর্ড বদলে তা নিজের নামে করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে বর্ধমানের কাঁকসার বনকাটিতে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম বুদ্ধদেব রায় ওরফে লালু। তিনি তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান তাবাসুম খাতুন কাঁকসার বিডিও ও বিএলআরওর দফতরে অভিযোগ জানান।
এমন অভিযোগের কথা শুনে অবশ্য আকাশ থেকে পড়েছেন বুদ্ধদেববাবু। তিনি বলেন, "আমি নিজেই জানি না, অথচ আমার নামে সরকারি জমি রেকর্ড হয়ে গেল! হতে পারে বিএলআরও দফতরের ভুলে হয়েছে কিংবা রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।"
কাঁকসার বিএলএলআরও রাজীব গোস্বামী বলেন, অভিযোগ শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবাণীপ্রসাদ ভট্টাচার্য বলেন, “যদি সরকারি জমির রেকর্ড বদল করা হয়েও থাকে, তাহলে তাতে ভূমি দফতরের লোকেরাও নিশ্চয়ই যুক্ত। আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রের খবর, বনকাটির স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের দান করা জমিতে বাম আমলে গড়ে উঠেছিল কৃষি দফতরের কার্যালয়। পরে অবশ্য ওই ভবনটি পরিত্যক্ত হিসেবে পড়েছিল। সরকারের ওই জমিই রেকর্ড বদলে তৃণমূল নেতার নামে হয়ে গেছে, যাকে ঘিরে বিতর্কের সূত্রপাত।