Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের হামলার মুখে বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, ত্রস্ত তেল আভিভ ঘাটালের মূল সমস্যা মেয়ে পালানো, বউ পালানো! কীভাবে রোখা যাবে- সচেতনতার 'পাঠ' নিলেন ওসিইজরায়েলি হামলা অব্যাহত, দেশে ফিরতে চান ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররাউত্তরের রেলযাত্রীদের জন্য সুখবর! শনিবার পথচলা শুরু জলপাইগুড়ি-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসেরযুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানেরওমানে পরমাণু সংক্রান্ত বৈঠকের আগে ইজরায়েলের পাশে ট্রাম্প, ইরানকে কড়া বার্তানিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি
Abhishek Banerjee

অসমে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, জয়ী পাঁচটি পঞ্চায়েত আসনে, টুইটে জানালেন অভিষেক

কর্মীদের উদ্বুদ্ধ করে অভিষেক এও লেখেন, " এটি শুরু মাত্র। ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে ভবিষ্যতে অসমেও আমরা একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব।”

অসমে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, জয়ী পাঁচটি পঞ্চায়েত আসনে, টুইটে জানালেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 May 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছাড়িয়ে এবার অসমেও তৃণমূল (Trinamool is increasing its strength in Assam)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অসমে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। জয় না এলেও কর্মীরা মাটি কামড়ে পড়েছিলেন। সেই সূত্রে অসমের পঞ্চায়েত নির্বাচনে একাধিক আসনে জয়ী হল বাংলার শাসকদল।

সোমবার সন্ধেই টুইটে এখবর জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইটে অসম তৃণমূলকে অভিনন্দন জানিয়ে অভিষেক লিখেছেন, "অসমে আমরা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছি। এই জয় প্রমাণ করে যে অসমে তৃণমূল ক্রমশই মানুষের আস্থা ও সমর্থন অর্জন করছে।

কর্মীদের উদ্বুদ্ধ করে অভিষেক এও লেখেন, " এটি শুরু মাত্র। ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে ভবিষ্যতে অসমেও আমরা একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব।”

অসমের পঞ্চায়েত ভোটে মোট পাঁচটি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে জোড়াফুলের প্রার্থীরা। দলীয় সূত্রের খবর, মোট ২৮ টি জেলা পরিষদ আসনে এবং ৪৪টি পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। জয়ীরা হলেন- কামরূপের আচলপাড়ায় মহম্মদ সফিকুল ইসলাম, দামপুরে বদর আলি শইকিয়া, দরংয়ের বান্দিয়ায় আক্কাস আলি, শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ এবং কাছাড় গোবিন্দপুর-আলগাপুর আসনে তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বড়ভুঁইঞা।

কর্মীদের নিষ্ঠা এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই এই ফল এসেছে বলে জানিয়ে অভিষেক টুইটে আরও লিখেছেন, "প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল।"


ভিডিও স্টোরি