শেষ আপডেট: 19th July 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনে রাজ্যে বয়ে গেছে সবুজ ঝড়। তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি ধরাশায়ী হয়েছে চার কেন্দ্রের উপনির্বাচনেও। এই পরিস্থিতির মাঝেই আগামী রবিবার শাসক দলের বিরাট কর্মসূচি। সেদিন যে ২১ জুলাই। প্রতিবারের মতো এবারেও যে বিপুল ভিড় হবে ধর্মতলা চত্বরে তার আন্দাজ মিলেছে। তবে আগের থেকেও বেশি অর্থাৎ রেকর্ড ভিড় হবে, এটা ধরে নিয়েই এবার সব রকম আয়োজন করছে তৃণমূল কংগ্রেস।
শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। শনিবার এবং অবশ্যভাবে রবিবার সকাল থেকে যে কলকাতার রাস্তায় চাপ বাড়বে তা বলাই বাহুল্য। তৃণমূলের লক্ষ্য উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বেশি সংখ্যক কর্মী-সমর্থক আনা। আর তাঁদের থাকার জন্য নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক এবং সেন্ট্রাল পার্কে ব্যবস্থা করা হয়েছে।
এবারের ২১ জুলাইয়ে মূল মঞ্চের আয়তন ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা। এছাড়া থাকছে আরও একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা। এই মঞ্চের আয়তন হতে চলেছে ৪৮/২৪ ফুট। পাশাপাশি আরও একটি তৃতীয় মঞ্চ থাকবে যেখানে শহিদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সেই মঞ্চের আয়তন ৪০/২৪ ফুট। মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকতে পারে র্যাম্প। যার উচ্চতা হবে ১২ ফুটের মতো।
উল্টোরথের দিনেই একুশে জুলাইয়ের খুঁটিপুজো সেরে নেয় তৃণমূল। ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবারের মতোই খুঁটি পুজোর আয়োজন করেছিল শাসক শিবির। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার-সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর সূচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
এদিকে আবার ২১ জুলাইয়ের পরের দিন কলকাতায় কর্মসূচি করার ভাবনা নিয়েছে গেরুয়া বাহিনী। সেই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। ২২ জুলাই অতিরিক্ত বিদ্যুৎ বিলের ইস্যুতে প্রতিবাদ জানিয়ে মিছিল এবং প্রতিবাদ সভা করতে চায় বিজেপি। প্রথমে মুরলিধর সেন লেনের দলীয় কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করে তারপর সেখানে সভা করতে চায় তারা। এই কারণেই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।