শেষ আপডেট: 10th March 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার বেলঘরিয়ার (Belgharia) টেক্সম্যাকো ৪ নম্বর রেলগেটের কাছে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী বিকাশ সিং এবং আরও একজন। ওই ঘটনার ৪৮ ঘণ্টা পরেও পুলিশ কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।
এই নিয়ে মন্তব্য করতে গিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনার পাশাপাশি তিনি নিজেও খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন বেলঘরিয়ার স্থানীয় তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor) নির্মলা রাই।
শনিবার তৃণমূল কর্মী বিকাশের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নেপথ্যে দলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল। ওই জল্পনাকে বাড়িয়ে সোমবার সকালে তৃণমূল কাউন্সিলর নির্মলা বলেন, "তিন বছর আগে এভাবেই অনুপম দত্তকে খুন করা হয়েছিল। দুষ্কৃতি রাজ নিয়ে আমি মুখ খোলায় আমাকেও খুন করা হতে পারে!"
তিনি এও বলেন, "কাউন্সিলর বলে কি ছাড় পাব নাকি? ওদের স্বার্থে আঘাত লাগছে ওরা কি আমাকে ছেড়ে দেবে?" ঘটনার নেপথ্যে প্রভাবশালী কেউ রয়েছে বলেও দাবি করেছেন নির্মলাদেবী।
তবে তিনি কাদের কথা বলছেন তা অবশ্য খোলসা করতে চাননি। বরং কিছুটা রহস্য জিইয়ে রেখেই তৃণমূল কাউন্সিলর বলেন, "এলাকার মাফিয়া রাজ নিয়ে দু'বছর আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম এবারও যা জানানোর আমি তাঁকেই জানাব"।
শাসকদলের কাউন্সিলরের এহেন আশঙ্কা প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। পরিস্থিতির জন্য তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে বিরোধীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা আচমকাই বাইকে করে আসে এবং গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন দলের আরও এক কর্মী। সূত্রের খবর, এটাই প্রথম নয়, এর আগেও তৃণমূল কর্মী বিকাশ সিংয়ের উপর হামলার ঘটনা ঘটেছে।
যদিও দলের কাউন্সিলরের এমন আশঙ্কাকে হাস্যকর বলে দাবি তৃণমূলের স্থানীয় সাংসদ সৌগত রায়ের বক্তব্য, "কাউন্সিলরকে কেউ কেন প্রাণে মারবে? সবটাই হাস্যকর।"