শেষ আপডেট: 30th July 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরে আক্রান্ত পুলিশ। আহত হয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের ট্রাফিক ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়। এসআইকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ এবং তাঁর ছেলে বিমল সাউয়ের বিরুদ্ধে।
গত ৩০ এপ্রিল রাতের ঘটনা। তৃণমূলের ব্যানার লাগানোকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। সম্প্রতি মারধরের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তিন মাসে বাদে ঘটনাটি প্রকাশ্যে আসে। দ্য ওয়াল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিওটি ভাইরাল হতেই নতুন করে ব্যারাকপুরে উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তাঁর ছেলে সহ ২০-২৫ জনের দলবল ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হন। ওমকারবাবু সহ তাঁর পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তারা। উর্দি পরা অবস্থায় এসআই-কে রাস্তায় ফেলে মারধরও করে কাউন্সিলরের লোকজন। পুলিশ নিজে আক্রান্ত হলেও পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “গত ৩০ এপ্রিল ব্যারাকপুর কমিশনারেটের এক পুলিশকর্মীকে মারধর করেন ২০ ওয়ার্ডের তৃণমূল নেতা রমেশ সাউ ও তার পুত্র বিমল সাউ। প্রায় ২০-২৫ জন ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয়েছিল। সেই সময় ওমকরবাবু পুলিশের উর্দি গায়ে ছিলেন।"
কৌস্তভের আরও সংযোজন, "আমরা বলি বিরোধী দলের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দুর্ভাগ্যের বিষয়, এ রাজ্যে পুলিশের নিরাপত্তাও নেই। তাজ্জবের বিষয় এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।” গোটা ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটের কমিশনারের কাছে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।