শেষ আপডেট: 20th October 2024 15:47
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন হতে চলেছে নভেম্বরে। ওই ৬টি আসনে রবিবার দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল।
আগামী ১৩ নভেম্বর ভোট রয়েছে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংড়া আসনে। গণনা হবে ২৩ নভেম্বর। ১টি বাদে বাকি ৫টি আসনই শাসকদলের দখলে। রবিবার দুপুরে তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছে, আগেই দ্য ওয়াল তা লিখেছিল।
তৃণমূলের প্রকাশিত তালিকা অনুযায়ী, সিতাই থেকে লড়বেন সঙ্গীতা রায়, মাদারিহাটে জয়প্রকাশ তপো, তালডাংরা.য় ফাল্গুনি সিংহবাবু, মেদিনীপুরে সুজয় হাজরা, হাড়োয়াতে শেখ রবিউল ইসলাম এবং নৈহাটি থেকে সনৎ রায়।
নৈহাটিতে প্রার্থী হওয়ার তালিকায় ভাসছিল তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি হলেন তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের নামও। তবে তৃণাঙ্কুরকে হতাশ করে শেষ মূূহূর্তে দলের স্থানীয় টাউন প্রেসিডেন্ট সনৎ দে-কে প্রার্থী করার সম্ভাবনা প্রবল যে ছিল, তা গত ১৯ অক্টোবর দ্য ওয়ালে প্রকাশিত 'অভিষেক হাসপাতালে, এরই মধ্যে ৬ আসনে যাঁদের প্রার্থী করার জন্য বেছেছে তৃণমূল' প্রতিবেদনে লেখা হয়েছিল।
একইভাবে মেদিনীপুরে যে দলের জেলা সভাপতি সুজয় হাজরা প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তাও লেখা হয়েছিল ওই প্রতিবেদনে।
তৃণমূলের মধ্যে একটা জল্পনা ছিল, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে হাড়োয়া আসনে প্রার্থী করার জন্য একটা দৌত্য শুরু হয়েছে। তবে প্রয়াত হাজি নুরুলের ছেলে রবিউল ইসলাম যে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে তা উল্লেখ করা হয়েছিল দ্য ওয়ালের ১৯ অক্টোবরের প্রতিবেদনে। বাস্তবে হলও তাই।
অন্যদিকে শনিবারই সংশ্লিষ্ট ৬ টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। আরজি কর ইস্যুতে এখনও প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। এমন আবহে ভোটে বিরোধীরা আদৌ কোনও সুবিধা করতে পারে নাকি শাসকের অনুকুলেই যায় জনতার রায়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। উত্তর জানতে আপাতত ২৩ নভেম্বরের অপেক্ষা।