ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেজিনগর থানার ওসি উৎপল কুমার দাস ও বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিল রেল পুলিশের টিমও। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়েছে।
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 21 May 2025 23:00
দ্য ওয়াল ব্যুরো: প্রবল ঝড়বৃষ্টির জেরে শিয়ালদহ-লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জারে ভেঙে পড়ল গাছ। ট্রেনের লেডিস কামরার উপর গাছটি পড়ে মুহূর্তের মধ্যে ওই কামরায় আগুন লেগে যায়। দ্রুত সেখান থেকে সকলে বেড়িয়ে আসেন। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে, আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। বুধবার সন্ধে থেকে উত্তরবঙ্গের কিছু জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়। রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুর এলাকায় ট্রেনটিতে আগুন লাগে।
যাত্রীদের দাবি, বেথুয়াডহরি থেকে শুরু হয় ভারী বর্ষণ। ট্রেনটি যখন রেজিনগর স্টেশনের কাছাকাছি পৌঁছয়, তখন আচমকা লেডিজ কামরায় একটি গাছ ভেঙে পড়ে, আর তাতেই আগুন লেগে যায়। আতঙ্কে অনেক যাত্রী কামরা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান রেজিনগর থানার ওসি উৎপল কুমার দাস ও বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে ছিল রেল পুলিশের টিমও। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়।
আপাতত ওই ট্রেনটি রেজিনগরের কাছেই আটকে রয়েছে। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই রুটে ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার কাজ করছে।
রেলের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে গাছ পড়ে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগ থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।