শেষ আপডেট: 3rd December 2024 00:12
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর শুরু হওয়া ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদ জানাতে সম্প্রতি বাংলাদেশিদের চিকিৎসা নিষিদ্ধ করেছে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। একই পথে হাঁটছেন বিভিন্ন চিকিৎসকরাও।
তবে শিলিগুড়ির এক চিকিৎসক বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের অন্য পন্থা অবলম্বন করেছেন।
পেশায় ইএনটি বিশেষজ্ঞ ডাঃ শেখর বন্দ্যোপাধ্যায় নিজের চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন। সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরফে একটি লেখা রেখেছেন পতাকার সামনে। বাংলাদেশিদের উদ্দেশে সেখানে বড় বড় করে বাংলা অক্ষরে লেখা, 'এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করুন। বিশেষত বাংলাদেশ থেকে আসা রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।'
এমন শর্তের কারণ কী? চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, 'দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের অবদান তো অনস্বীকার্য। অথচ আজ ভারতের পতাকা বাংলাদেশে অপমানিত হচ্ছে। এই অপমান কীভাবে সহ্য করা যায়! তাই এই পন্থা। যারা আমাদের দেশে আসবেন তাঁদেরকে আমাদের পতাকা সম্মান করতেই হবে।"
ইতিমধ্যে চিকিৎসকের এই সিদ্ধান্তর প্রশংসা করতে শুরু করেছেন রোগী ও তাঁদের পরিজনেরা।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্য়াতন চলছেই। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই। তাতে শামিল হয়েছেন চিকিৎসকরাও।