Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকের
Trawler

উল্টো রথের দিন ইলিশে ভরা ট্রলার ডুবল গভীর সমুদ্রে, অল্পের জন্য রক্ষা ১৩ মৎস্যজীবীর

তাঁদের একজন শেখ জালালউদ্দিনর কথায়, “জলে নেমে প্রাণপণে সাঁতার কেটেছি। ভাবিনি ফিরে আসতে পারব...!” 

উল্টো রথের দিন ইলিশে ভরা ট্রলার ডুবল গভীর সমুদ্রে, অল্পের জন্য রক্ষা ১৩ মৎস্যজীবীর

ছবি-সংগৃহীত।

শেষ আপডেট: 5 July 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: রথের দিন রায়দিঘি থেকে গভীর সমুদ্রে ইলিশের (Hilsa) খোঁজে পাড়ি দিয়েছিল ‘ভাই ভাই’ নামে একটি মৎস্য-ট্রলার (Trawler)। গত আট দিন ধরে মাছ ধরে বাড়ি ফেরার পথে শনিবার উল্টোরথের দিনে মাঝসমুদ্রে ঘটে গেল বিপর্যয়। 

আচমকাই ছিঁড়ে যায় ট্রলারটির পাটাতন। মুহূর্তের মধ্যে জলে তলিয়ে যায় ট্রলারটি। তবে ভাগ্য সহায় থাকায় প্রাণে রক্ষা পান সকল ১৩ জন মৎস্যজীবী (saved 13 fishermen)। তাঁদের একজন শেখ জালালউদ্দিনর কথায়, “জলে নেমে প্রাণপণে সাঁতার কেটেছি। ভাবিনি ফিরে আসতে পারব...!” 

ডুবে যাওয়া ট্রলারের নাম 'ভাই ভাই'। মাঝি কার্তিক দাস। ট্রলারটির মালিক নাসির আলি সেখ। ঘটনার সময় গভীর সমুদ্রে কাছেই ছিল আরেকটি ট্রলার — ‘আব্বা মায়ের দোয়া’। সেখান থেকেই মৎস্যজীবীদের উদ্ধার করে ফিরিয়ে আনা হয় উপকূলে।

ট্রলার মালিক নাসির আলি সেখ জানালেন, “ভাল মাছ ধরা পড়ছিল। ট্রলার ভর্তি ইলিশ ছিল। সব গেল জলে। তবে প্রাণে বেঁচেছে আমার মানুষগুলো, সেটাই বড়।”

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা উপকূল এলাকায়। সমুদ্রে রুটিরুজির খোঁজে নামা মৎস্যজীবীরা চিন্তিত। অনেকেই বলছেন, একটুর জন্য বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

মৎস্যজীবী ইউনিয়নের প্রেসিডেন্ট অলক হালদার বলেন, “এই ঘটনায় আমরা মৎস্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছি। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত মালিকের যাতে কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়, সেই দাবিও জানানো হয়েছে।”

তবে প্রশ্ন উঠছে, ট্রলারের পাটাতন কীভাবে আচমকা ছিঁড়ে গেল? রক্ষণাবেক্ষণের অভাব, নাকি অতিরিক্ত বোঝাই? বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। রায়দিঘি উপকূলে আপাতত স্বস্তি — সকলেই ফিরে এসেছেন। তবে এই ঘটনার পর থেকে সমুদ্রে নামা নিয়ে ভয় ঢুকে পড়েছে অনেকের মনে।


ভিডিও স্টোরি