শেষ আপডেট: 23rd October 2024 22:52
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার দাপটে বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক ট্রেন বাতিলের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল। বৃহস্পতিবার সন্ধের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। কিন্তু তাতেও চিন্তা মুক্ত হতে পারছেন না রেল কর্তারা।
এমন অনেক স্টেশন রয়েছে যার আশে পাশে বেশ কিছু এলাকা ফাঁকা। ফলে সংশ্লিষ্ট এলাকায় ঝড়ের গতিবেগ যে তীব্রতর হবে তা বলাইবাহুল্য। যদি সেই ঝড়ের তীব্র গতিতে দাঁড়িয়ে থাকা ট্রেন ক্ষতিগ্রস্ত হয়! এমন আশঙ্কা থেকে এবার লোহার চেন দিয়ে রেলের চাকা বাঁধা হল।
বুধবার বিকেলে এমনই ছবি ধরা পড়েছে শালিমার স্টেশনে। শালিমার স্টেশনের ম্যানেজার সন্দীপ মজুমদার বলেন, "আবহাওয়া দফতর বলছে ঘণ্টায় ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে লোহার চেন দিয়ে বাঁধা হচ্ছে। যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়।"
একই সঙ্গে রেল যাত্রীদের সুবিধার্থে এদিন থেকেই স্টেশনে চালু করা হয়েছে হেল্প ডেস্ক।
প্রসঙ্গত, দানার প্রভাবে ইতিমধ্যে রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার ভোর সাড়ে পাঁচটায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা! ক্রমশই এগিয়ে আসছে স্থলভাগের দিকে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তা আরও ভয়ঙ্কর আকার ধারন করবে।
২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে উত্তর ওড়িশা ও সাগরদ্বীপের মাঝামাঝি জায়গা ওড়িশার ভিতর-কণিকা ও ধামরার মধ্যে এটি ল্যান্ডফল করার কথা। স্বভাবতই, চূড়ান্ত সতর্কতা গ্রহণ করেছে রেলও।