শেষ আপডেট: 9th August 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: হাফ চান্সকে ফুল চান্স করতে বরাবরই সক্ষম ভ্রমণপিপাসুরা। একটু সুযোগ পেলেই ছুটি কাটানোর প্ল্যানিং হয়ে যায়। তবে যখন সত্যি লম্বা ছুটির সুযোগ আসে তখন তো আর কথাই নেই। কী অবস্থা তৈরি হয় তা বলে দিচ্ছে ভারতীয় রেলই। একাধিক ট্রেনের টিকিটই মিলছে না, ওয়েটিং অন্তত ১০০! আগামী সপ্তাহেই যে বড় ছুটি মিলতে চলেছে।
আগামী বৃহস্পতিবার ১৫ আগস্ট। তারপরের একদিন অতিরিক্ত ছুটি নিলেই সপ্তাহে শেষে চার দিন ছুটি! অর্থাৎ বুধবার রাতের ট্রেন ধরলেই কেল্লাফতে। এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বাঙালি। তারই প্রতিফলন দেখা গেল ট্রেনের টিকিটে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গ সহ একাধিক জায়গা যাওয়ার ট্রেনের টিকিট এখনই মিলছে না। ওয়েটিং ১০০ ছাড়িয়ে গেছে। তাই কেউ যদি এই 'লং উইকেন্ডে' ঘুরতে যেতে চান, তাহলে এখনই টিকিট কাটতে হবে।
রেলের তথ্য অনুযায়ী, ১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলের স্লিপার ক্লাসে এখনই ১০০-র কাছাকাছি ওয়েটিং লিস্ট রয়েছে। একই ভাবে ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেসের স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট প্রায় ১০০। ২২২০১ শিয়ালদহ - পুরী দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাস ও ৩ টায়ার এসি ক্লাসে ওয়েটিং লিস্ট ১০০-র বেশি অধিক রয়েছে। তাই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, সঠিক সময়ে টিকিট বুক করতে। যাতে ছুটি মিস না হয়।
ইতিমধ্যেই দুর্গাপুজোর জন্য স্পেশ্যাল একাধিক ট্রেনের ঘোষণা করেছে রেল। আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৯টি ভিন্ন রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। পুজোর সময়ে বহু মানুষ নানা জায়গায় ঘুরতে যান। ওই সময়টায় লম্বা ছুটি পাওয়া যায় বলে ঘুরতে যাওয়ার হিড়িক বাড়ে। তাই স্বাভাবিকভাবে খুব অল্প সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। অনলাইন হোক বা অফলাইন, টিকিটের চাহিদা যেন মেটানো যায় না। তবে এবার সাধারণ মানুষের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ।