শেষ আপডেট: 29th July 2024 21:23
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত সময়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। সোমবার বিকেল থেকে ব্যাহত হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। টিকিয়াপাড়ায় রেল অবরোধে সামিল হন যাত্রীদের একাংশ। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তি পোহাতে হয় ওই শাখার অফিস ফেরত যাত্রীদের।
রেল সূত্রের খবর, সোমবার বিকেল ৫টা নাগাদ হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনের কাছে ওভারহেডের তারে গাছের ডাল ভেঙে পড়ে। যার জেরেই ওভারহেডের তারটি ক্ষতিগ্রস্থ হয়। আপ লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। থমকে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। স্টেশনগুলিতে অফিস ফেরত যাত্রীদের ভিড় বাড়তে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতির কাজ। এদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন না পেয়ে বিক্ষোভ শুরু হয় টিকিয়াপাড়া স্টেশনে। কার্যত রেল লাইনে বসে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
ঘটনাটিকে কেন্দ্র করে টিকিয়াপাড়া স্টেশন চত্বরে প্রবল শোরগোল পড়ে যায়। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বিক্ষোভ-অবরোধ চলতে থাকে। যাত্রীদের অভিযোগ, দিনের পর দিন একই ঘটনা ঘটেছে। প্রায় রোজ দিনই রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে তাঁরা নির্দিষ্টে সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। অবিলম্বে রেলকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।