শেষ আপডেট: 1st February 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: শেষ কবে নির্ধারিত সময়সূচি মেনে ট্রেন চলেছে মনে করতে পারছেন না শিয়ালদহ মেন এবং উত্তর শাখার রেলযাত্রীরা। তাঁরা বলছেন, যবে থেকে ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে, তারপর থেকে লেট রান যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিয়ালদহ দক্ষিণও কি এবার সেই 'লেট রান' শুরু হয়ে গেল!
ঘটনার সূত্রপাত,আজ শনিবার ১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে আগামী ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় (শিয়ালদা-বারুইপুর) মোট ১০৮টি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেল সূত্রে জানানো হয়েছে, এই সময়ে বালিগঞ্জ এবং কাঁকুড়গাছি জংশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ হবে। সেকারণেই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে সংশ্লিষ্ট রুটে। তারই জেরে রেল যাত্রীদের একাংশ নিজেদের আলোচনায় এই প্রসঙ্গ টেনে আনছেন।
যাত্রীদের এমন আশঙ্কার কারণ কী? রেলযাত্রীরা মনে করাচ্ছেন, ২০২৪ সালের জুন মাস। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, ট্রেন পরিষেবাকে উন্নত করতে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে। সেজন্য দফায় দফায় প্রায় দে়ড় মাসের বেশি সময় ধরে শতাধিক ট্রেন বাতিল, কিছু ট্রেনের যাত্রীপথ সংক্ষিপ্ত করেছিল রেল।
যাত্রীদের দাবি, ইন্টারলকিংয়ের কাজ হওয়ার আগে যে টুকু পরিষেবা ছিল, বর্তমানে শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় সেই পরিষেবাও নেই। অধিকাংশ ট্রেনই সময়ের চেয়ে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট দেরিতে চলছে। যাত্রীদের কথায়, 'লেট রান'! এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট দুটি শাখায়। তথৈবচ হাল হাওড়া শাখাতেও।
নিত্যযাত্রীদের কথায়, গত বছর থেকে দুই ডিভিশনের একাধিক রুটে লাইন সংস্কারের নামে প্রায় প্রতিমাসেই গড়ে বেশ কয়েকদিন করে একাধিক ট্রেন বাতিল, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। কিন্তু তাতে সময়ে ট্রেন গন্তব্যে পৌঁছানোর যে প্রতিশ্রুতি রেল দিয়েছিল, তা আজও পূরণ হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে দুটি ডিভিশনেই সিংহভাগ ট্রেন চলছে সময়ের থেকে অনেকটাই দেরিতে।
যাত্রীদের কথায়, এর ফলে কখনও একটি ট্রেনে দুটি ট্রেনের ভিড়। আবার পরের ট্রেনটিতে কার্যত মাছি তাড়ানো হাল। সময়ের ট্রেন সময়ে চললে এই সমস্যা হবে না বলেই দাবি রেল যাত্রীদের।
স্বভাবতই, শিয়ালদহ দক্ষিণেও আদৌ কী পরিষেবার উন্নত হবে নাকি মেন এবং উত্তরশাখার পুনরাবৃত্তি ঘটবে তা নিয়ে সংশয়ে যাত্রীদের একাংশ। তবে রেল কর্তৃপক্ষর দাবি, শীঘ্রই সমস্যার সমাধান হবে।