শেষ আপডেট: 27th September 2023 11:01
দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনার কবলে রেল (Train accident)। এবার ট্র্যাক থেকে প্ল্যাটফর্মে উঠে এল লোকাল ট্রেন। কয়েক মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম ভেঙেচুরে একাকার । চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন প্ল্যাটফর্ম ও আশেপাশে থাকা লোকজন। ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা স্টেশনের (Mathura Station)। এখনও পর্যন্ত দুর্ঘটনাটিতে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
নর্থ সেন্ট্রাল রেলওয়ের আগ্রা ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্ঘটনায় উষা দেবী নামে এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন। বছর ঊনচল্লিশের ঊষা দেবী ঝাঁসির বাসিন্দা। মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া আর কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্ল্যাটফর্মে ঢোকার ঠিক আগেই টিকিট পরীক্ষক এবং ট্রেনচালক, ট্রেন থেকে নেমে পড়েছিলেন। যাত্রীরাও নেমে গিয়েছিলেন। তবে ট্রেনের রক্ষণাবেক্ষণ যাঁরা করেন, তাঁদের বেশ কয়েকজন ট্রেনটিতে ছিলেন। ওই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হননি। দুর্ঘটনার জেরে আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে ইঞ্জিনটি প্ল্যাটফর্ম (Mathura Station) থেকে নামানোর পর রেল চলাচল ফের স্বাভাবিক হয়। কী কারণে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক।
আরও পড়ুন: রোবটের প্রদর্শনীতে মোদী, গুজরাত গ্লোবাল সামিটের উদ্বোধন করলেন