শেষ আপডেট: 28th September 2024 08:04
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক। কাশ্মীর বেড়াতে গিয়ে পা পিছলে খাদে পড়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। মৃতের নাম দেবব্রত ঘোষ (৬১)। বাড়ি, হুগলির দাদপুর থানার মাকালপুর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারীতলায়।
পরিবার সূত্রের খবর, পহেলগাঁওয়ে ঝরনার ছবি তুলছিলেন দেবব্রত। আচমকা পা পিছলে খাদে পড়ে তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় শোকের ছায়া হুগলির গ্রামে।
পেশায় বীজ ব্যবসায়ী দেবব্রত ঘোষ গত রবিবার বীজ কোম্পানির সাথে কাশ্মীর ঘুরতে যান। মাকালপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান অঞ্জন সিং রায় জানিয়েছেন, শুক্রবার পহেলগাঁও এ মনোরম দৃশ্য মোবাইল বন্দি করছিলেন।একটি ঝর্ণার ছবি তুলতে গিয়ে পা পিছলে পাথরের উপর পড়ে যান দেবব্রত। মাথায় গুরুতর চোট লাগে। সঙ্গীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ব্যবসায়ীর পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই মেয়ে আছে। এক মেয়ে বিবাহিত। অসুস্থ স্ত্রী কয়েকদিন আগেই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পোলবা-দাদপুর ব্লক প্রশাসন সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে দমদম এয়ারপোর্টে কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হয়। স্থানীয় প্রশাসনের কর্তারা দেবব্রতবাবুর দেহ নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন।