Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
গুরগাঁওয়ে প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস, ঢুকে গেল ট্রাক! কমলা সতর্কতা জারি এলাকাজুড়েশিক্ষা, সেচ দফতরে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত সিঁথি থানার এএসআই৪৩ দিন পর নিজে নিজেই ঘরে ফিরল ইসলামপুরের নির্যাতিত নাবালককাঁথিতে শুভেন্দুর মিছিলে প্রশাসনের 'না', হাইকোর্টে বিজেপিEng vs Ind: ব্যালকনির মতোই আইকনিক লর্ডসের ‘ঢাল’, জেনে নিন এর ঐতিহ্য ও ইতিহাস!বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Bauria

গ্যাস হয়েছিল, বন্ধুর পরামর্শে মেশিনে করে পায়ুদ্বারে হাওয়া ঢোকাতেই মর্মান্তিক মৃত্যু

বন্ধুর পরামর্শে মর্মান্তিক পরিণতি!

গ্যাস হয়েছিল, বন্ধুর পরামর্শে মেশিনে করে পায়ুদ্বারে হাওয়া ঢোকাতেই মর্মান্তিক মৃত্যু

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 17 February 2025 06:06

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর পরামর্শে মর্মান্তিক পরিণতি!

গত কয়েকদিন ধরেই গ্যাসের সমস্যা ভুগছিলেন ৫৪ বছরের সাবির মল্লিক। গ্যাস বের করতে পেশায় জুটমিলের ওই কর্মীকে কারখানার ব্লোয়ার মেশিন দিয়ে পায়ুদ্বারে হাওয়া ঢোকানোর পরানমর্শ দেন তাঁরই ঘনিষ্ঠ এক বন্ধু। বন্ধুর পরামর্শে পায়ুদ্বারে হাওয়া ঢোকাতেই অসুস্থ হয়ে পড়েন সাবির। পরে পেটের মধ্যে নাড়ি, ভুড়ি ফেটে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।


ঘটনাটি হাওড়ার বাউরিয়া থানা এলাকায়। হাসপাতাল সূত্রের খবর, মেশিনের মাধ্যমে শরীরে অতিরিক্ত বাতাস ঢুকিয়ে দেওয়ার ফলে পেটের ভিতরে থাকা নাড়ি ভুড়ি ফেটে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। 

রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউরিয়ার একটি জুট মিলে। পুলিশ সূত্রের খবর, উলবেড়িয়া ইএসআই হাসপাতাল থেকে পরে ওই কর্মীকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। তবে এ বিষয়ে পরিবারের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

বাউরিয়া থানার এক পুলিশ আধিকারিক জানান, যার বিরুদ্ধে সাবিরের পায়ুদ্বারে কারখানার ব্লোয়ার মেশিনের মাধ্যমে বাতাস ঢোকানোর অভিযোগ উঠেছে সে সাবিরের খুব ঘনিষ্ঠ বন্ধু। ইয়ার্কির ছলে সে পরামর্শ দিয়েছিল, যে শরীরের গ্যাস বার করতে মেশিন দিয়ে বেশি করে বাতাস ঢুকিয়ে দ্যাখ। হয়তো বেরিয়ে যাবে। সেই কথা মতো কাজ করতে গিয়েই বিপত্তি ঘটে।

বন্ধুর কথা মতো কাজ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সাবির। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় উলবেড়িয়া ইএসআই হাসপাতালে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিকেলে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শ্রমিক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাউরিয়ার সংশ্লিষ্ট জুট মিলে।


ভিডিও স্টোরি