শেষ আপডেট: 22nd September 2023 15:59
দ্য ওয়াল ব্যুরো: মোটা মাইনের চাকরির টোপ দিয়ে পাঞ্জাব থেকে কলকাতায় এনে দুই তরুণীকে জোর করে পানশালায় নর্তকীর (trafficking racket busted in kolkata) কাজ করানোর চেষ্টার অভিযোগ। তাতে রাজি না হওয়ায় কসবার একটি ফ্ল্যাটে গত দু’দিন ধরে তাঁদের আটকে রেখে মানসিক নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ।
ধৃতরা হল- উত্তর প্রদেশের মহম্মদ ফয়জল, বিহারের বেগুসরাইয়ের চাঁদবাবু এবং বিহারের মুজফ্ফরপুরের সুবোধ কুমার। অভিযুক্তরা পাঞ্জাবের ওই দুই তরুণীকে কসবার ফ্ল্যাটে আটকে রেখেছিল। ধৃতদের জেরা করে চক্রের মাথাদের খোঁজ পেতে চাইছে পুলিশ।
গোপন সূত্রের কলকাতা পুলিশের এক আধিকারিকের কাছে খবর আসে কসবার একটি ফ্ল্যাটে পাঞ্জাবের দুই তরুণীকে আটকে রাখা হয়েছে। সূত্রের খবর, ওই পুলিশ কর্তা লালবাজারের গোয়েন্দা বিভাগের এক আধিকারিককে বিষয়টি জানান। এরপর বৃহস্পতিবার রাতেই সংশ্লিষ্ট ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। হাজারও ডাকাডাকিতেও সংশ্লিষ্ট ফ্ল্যাটের দরজা না খোলায় লক ভেঙে ভিতর ঢুকে পাঞ্জাবের ওই দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ একই সঙ্গে পাকড়াও করা হয় ওই দুই তরুণীর পাহারায় থাকা তিনজনকে।
পুলিশের কাছে ওই দুই তরুণী জানিয়েছেন, তাঁরা পাঞ্জাবের খুবই সাধারণ পরিবারের মেয়ে। তাঁরা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অধীনে কাজ করেন। কোনওভাবে চক্রের লোকেরা সে খবর পেয়ে ওই দুই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। জানায় কলকাতায় একটি সংস্থা ইভেন্ট ম্যানেজমেন্ট লোক নিচ্ছে। মোটা অঙ্কের বেতন। কিন্তু সে কাজ পেতে গেলে দালালদের ৫০ হাজার টাকা অগ্রিম দিতে হবে।
মোটা অঙ্কের মাইনের লোভে দুই তরুণী প্রতারকদের হাতে দাবি মতো টাকা তুলে দেয়। পুলিশকে তাঁরা জানিয়েছেন, গত বুধবার তাঁরা ট্রেনে করে হাওড়ায় পৌঁছন। সেখান থেকে তাঁদের গাড়িতে করে কসবার ফ্ল্যাটে আনা হয়। এরপরই ওই চক্রের তরফে তাদের জানানো হয়, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ নয়, বিভিন্ন পানশালায় নর্তকী হিসেবে কাজ করতে হবে। তাতে আপত্তি জানানোয় গত দু’দিন ধরে তাঁদের ফ্ল্যাটে আটকে রাখা হয়।এমনকী জোর করে মাদক দ্রব্য সেবনের চেষ্টা করা হয় বলেও পুলিশকে অভিযোগ জানিয়েছেন পাঞ্জাবের দুই তরুণী। চক্রের পান্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ব্যাঙ্ককর্মীকে লোহার রড দিয়ে পেটাল তৃণমূল নেতার ছেলে, গ্রেফতার করল পুলিশ