কীভাবে সাহাদতের হদিশ পেল পুলিশ?
ফাইল ছবি।
শেষ আপডেট: 17 May 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: টুরিস্ট ভিসার (Tourist visa) মেয়াদ থাকে মাত্র ৩ মাস। অথচ সেই ভিসা নিয়ে ভারতে ঢোকার পর আর নিজের দেশে ফিরে যাননি এক বাংলাদেশি (Bangladeshi)। উল্টে পাঁচ বছর ধরে দিব্য ছিলেন এ রাজ্যের হুগলির ডানকুনিতে (Dankuni)।
গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ডানকুনির মনোহরপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সাহাদত হোসেন। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। ২০২০ সালে টুরিস্ট ভিসায় ভারতে আসেন। মেয়াদ শেষ হওয়ার পর আর ফিরে যাননি। উল্টে ভাড়া বাড়ি নিয়ে বসবাস শুরু করেছিলেন।
কীভাবে সাহাদতের হদিশ পেল পুলিশ? গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হাবড়ার স্টাফ কোয়ার্টার থেকে দু'জন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত বৃত্তকুমার সাহা এবং হরিপ্রসাদ দাস সীমানা টপকে চোরা পথে ভারতে ঢুকেছিল। তাদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করে পুলিশ।
সূত্রের দাবি, বাজেয়াপ্ত নথি থেকেই ডানকুনির সাহাদতের খোঁজ মেলে। এভাবে আর কতজন অবৈধভাবে ভারতে রয়েছেন এবং কাদের সাহায্যে ধৃতরা এতদিন বহাল তবিয়তে ছিলেন তা খোঁজ করে দেখছেন তদন্তকারীরা।