শেষ আপডেট: 3rd December 2024 09:31
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের প্রভাবে গত সপ্তাহে জেলায় জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও বেড়েছিল খানিকটা। নিম্নচাপ সরতেই যেতেই ভোলবদল আবহাওয়ার।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও এদিক-সেদিক হবে না।
সপ্তাহান্তে পারদ ক্রমশ নামতে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। বিশেষত উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে।
আজ সকাল থেকেই কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ ছিল। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা বাংলাতেই।
সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।