শেষ আপডেট: 7th January 2025 07:55
দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের তিন তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল, ডিএ এবং ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার শুনানি হতে পারে দেশের শীর্ষ আদালতে।
তবে দু'টি মামলা নিয়ে অনিশ্চয়তা আছে। সূত্রের খবর, ডিএ মামলার শুনানি হলেও ওবিসি শংসাপত্র এবং ২৬ হাজার চাকরি বাতিল মামলার সম্ভাবনা কম।
সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্ট অনুযায়ী ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টের চার নম্বর ঘরে হবে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাট্টির বেঞ্চে হবে এই মামলার শুনানি। ক্রমতালিকায় একদম শেষের দিকে থাকায় এই শুনানি হবে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে। কারণ অনেক ক্ষেত্রে সময়ের অভাবে শুনানি হয় না।
এর আগে শেষবারের মত ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল জুলাই মাসে। সেটা ছিল ১৩তম শুনানি। এবার শুনানির জন্য উঠলে তা হবে ১৪ তম শুনানি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে দাবি দীর্ঘ দিনের। আইনি লড়াইযের পাশাপাশি তাঁরা আন্দোলনও করছেন।
২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের ৩ তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তার পরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শুনানি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হতে পারে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য-অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা হবে তা বিবেচনা করা হবে সেটাই দেখার।
আবার, রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই রায়কে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালত যেহেতু এখনও পর্যন্ত কোনও স্থগিতাদেশ দেয়নি, তাই 'ওবিসি সার্টিফিকেট' ব্যবহার করতে পারছেন না বহু মানুষ।