শেষ আপডেট: 15th June 2024 00:06
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ এসেছে। এবার সেই তালিকায় জুড়ল বসিরহাট। শুক্রবার সন্ধেয় বসিরহাট থানার অন্তগর্ত পিফা বাজার এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। আহত ওই তৃণমূল কর্মীর নাম আলতাফ মালি। প্রাথমিকভাবে তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জখম গুরুতর হওয়ায় পরে সেখান থেকে রাতে কলকাতায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, আলতাফ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। শুক্রবার ভরসন্ধেবেলা তাঁর উপর হামলা চালায় জনা কয়েক দুষ্কৃতী। এদিন সন্ধে ৭টা ৪০ মিনিট নাগাদ আলতাফকে রাস্তার মাঝে ঘিরে ধরে দুষ্কৃতীরা। প্রথমে তাঁকে মারধর করে এবং পরে এক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আলতাফ। গুলির আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন। তাঁদের চিৎকারেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুলি করে পালানোর সময় দুষ্কৃতীরা একটি বোমা ভর্তি ব্যাগ রেখে পালায় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। তাঁরাই ঘটনাস্থল থেকে ওই বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করে। কী কারণে ওই তৃণমূল কর্মীর উপর হামলা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে এদিন সন্ধে থেকেই বসিরহাটের ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিফা এলাকায় ন্যাজাট রোডে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত বলে অভিযোগ তুলেছে তৃণমূল। তাঁদের দাবি, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে।
যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ব্যবসায়িক শত্রুতার জেরেই গুলি চলে বলে দাবি গেরুয়া শিবিরের।