শেষ আপডেট: 16th October 2024 11:23
দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ হতে না হতেই হিংসার কবলে মুর্শিদাবাদ। সোমবার রাতে বোমাবাজিতে তেতে উঠেছিল সালার। একই দিনে রানিনগরেও বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই ঘটনাতেই আক্রান্ত হয়েছে তৃণমূল। এবার বহরমপুরে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে।
বহরমপুরের রাধার ঘাট ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত এদিন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন। অভিযোগ সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পর পর সাতবার গুলি চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
প্রদীপ একজন তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। যদিও পেশায় তিনি ব্যবসায়ী বলে জানা গেছে। তবে কে বা কারা তাঁকে খুন করল সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পায়নি পুলিশ। অনুমান ব্যক্তিগত কোনও শত্রুতার কারণেই তাঁকে খুন করা হতে পারে। যদিও এলাকাবাসীরা রাজনৈতিক কারণ উড়িয়ে দিচ্ছেন না।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ভোরবেলা হেঁটে বাড়ি ফেরার সময় প্রদীপকে কয়েকজন মিলে পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রদীপের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।
সালারের ঘটনায় বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মৃত তৃণমূল কর্মী ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী। অন্যদিকে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা বিধায়ক হুমায়ুন কবীর গোষ্ঠী হিসেবে পরিচিত। রানিনগরেও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির কাছে একটি মাঠে বোমা বিস্ফোরণ হয় সোমবার। তবে এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। ঘর বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।