শেষ আপডেট: 14th March 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন রক্তাক্ত উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। খড়দহে তৃণমূল কর্মীকে (TMC Worker) কুপিয়ে খুনের অভিযোগ (TMC Worker Death)। মৃতের নাম অমর চৌধুরী। তিনি তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
রঙ খেলার জন্য ডেকে নিয়ে গিয়ে ওই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। প্রথমে তাঁকে বলরাম, পরে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হলে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাতেও লাভ হয়নি। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পবন রাজভড়। বাকি কানাই এবং রাজ নামের দুই অভিযুক্তের খোঁজ চলছে। তবে পুলিশ মনে করছে, আরও একাধিকজন এই কাণ্ডে জড়িত।
কিন্তু ঠিক কী কারণে খুন, তা এখনও বুঝতে পারেননি তদন্তকারীরা। অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুন হতে পারে। কারণ পুজোর সময়ে অমরের সঙ্গে অভিযুক্তদের কিছু একটা নিয়ে বচসা হয়েছিল বলে জানা গেছে।
ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আগে যুবককে বেধড়ক মারধর করা হয় বলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এদিন দুপুরে জয়শ্রী কেমিক্যালসের সামনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবক ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।