শেষ আপডেট: 15th October 2024 09:32
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের সালারে তৃণমূল কর্মীকে খুন। বোমার আঘাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে এই খুন হয় বলে দাবি। পুলিশ জানিয়েছে মৃতের নাম এলাই শেখ। বয়স ৫৫।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত মালিহাটি গ্রাম পঞ্চায়েতের মাল্কিপাড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মী ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী। অন্যদিকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা বিধায়ক হুমায়ুন কবীর গোষ্ঠী হিসেবে পরিচিত। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে শুধু সালার নয়, রানিনগর থানার শেখপাড়া কলেজপাড়া এলাকায়ও বোমা বিস্ফোরণ ঘটে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির ১০০ মিটার দূরে মাঠের মধ্যে সোমবার রাতে হঠাৎ বিস্ফোরণ হয়। সে সময় বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে।
ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে কী উদ্দেশ্যে বোমা ফাটায় ঘটায় তা এখনও স্পষ্ট নয়।