শেষ আপডেট: 13th July 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রায়গঞ্জে জয়ী হল তৃণমূল। ৪৯,৫৩৬ ভোটে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গত লোকসভা ভোটে রায়গঞ্জ আসনে ৪৭ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল।
দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তৃণমূলে ফিরে লোকসভা ভোটে টিকিট পেয়েছিলেন। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় বড় ব্যবধানেই জয়ী হলেন তৃণমূলের প্রার্থী। একুশের ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তারপর দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগ দেন তৃণমূলে।
৪৯,৫৩৬ ভোটে জয়ী হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘‘সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন। এটা জনাদেশ। আমি ৫০ হাজারের কাছাকাছি ভোটে জিতেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’’
লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির কার্তিক পালের কাছে হেরে যান তিনি। এরপর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁকেই টিকিট দেয় শাসকদল। এবার তিনি জয়ী হলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ। তবে পদ্ম শিবিরের প্রার্থী হয়ে। বিজেপির টিকিটে সেবার প্রায় ২১ হাজার ভোটে জিতেছিলেন। এবার ঘাসফুল শিবিরের প্রার্থী কৃষ্ণর জয়ের মার্জিন ডবলেরও বেশি।
তাঁর জয়ের খবরে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা রাস্তায় নেমে পড়েন। আবীরে সবুজ হয় গোটা এলাকা। বিধায়করা দল বদল করায় রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে উপনির্বাচন হয়। শনিবার তারই ফল প্রকাশ হল।