শেষ আপডেট: 1st January 2022 05:35
২৪-এ পা তৃণমূলের, প্রতিষ্ঠা দিবসে দেশরক্ষার ডাক দিদির
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস (congress) ভেঙে বেরিয়ে এসে তৃণমূল (tmc) তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata)। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেস। আজ চব্বিশে পা দিল মমতার দল। প্রতিষ্ঠা দিবসে (foundation day) দিদির বার্তাও যেন ২০২৪-এর লক্ষ্যে। দেশরক্ষার (save the country) ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জোড়া টুইট করেন মমতা। সেই টুইটে যেমন দলের কর্মীদের এবং মা-মাটি-মানুষ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি সেই সঙ্গে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার।
দু'যুগ আগে তৃণমূল তৈরির মূল লক্ষ্য ছিল সিপিএম বিরোধিতা। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। সিপিএম তথা বামফ্রন্টকে সরিয়ে বাংলার ক্ষমতায় তৃতীয়বার মমতার তৃণমূল। বামেরাও কার্যত অপ্রাসঙ্গিকতার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধিতাই এখন তৃণমূল তৃণমূলের রাজনীতির মূল উপাদান। সেইসঙ্গে সর্বভারতীয় দল হয়ে ওঠার আকাঙ্খাও তীব্র।On #TMCFoundationDay, I extend my best wishes to all our workers, supporters and members of the Maa-Mati-Manush family. Our journey began on January 1st, 1998 and since then we have been committed in our efforts towards serving people and ensuring their welfare. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
একুশের ভোটে বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর চব্বিশের লক্ষ্যে দিদিকে মুখ করার সুর বাঁধা হচ্ছিল। এখন তা অনেকটাই স্পষ্ট। দলের প্রতিষ্ঠা দিবসে সেই অভিমুখকেই চিহ্নিত করে দিলেন তৃণমূলনেত্রী। যদিও মমতার টুইট নিয়ে বিজেপির এক মুখপাত্র বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারিও মমতার টুইটের ভাষা খানিকটা এরকমই ছিল। তারপর কী হয়েছিল সবাই দেখেছেন। ২০২৪ আসতে অনেক দেরি। দেখুন না কী হয়।On #TMCFoundationDay, I extend my best wishes to all our workers, supporters and members of the Maa-Mati-Manush family. Our journey began on January 1st, 1998 and since then we have been committed in our efforts towards serving people and ensuring their welfare. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022